দেশের নানা অঞ্চলে ছড়িয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে দীপ্ত টেলিভিশন আয়োজিত ‘দীপ্ত স্টার হান্ট’ রিয়েলিটি শো শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর অডিশন পর্ব, যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করছেন।
অডিশনের বিচারক হিসেবে আছেন– সমু চৌধুরী, নাজনীন হাসান চুমকি, গৌতম কৈরী, রোজি সিদ্দিকী, শাহদে আলী সুজন, অনিমেষ আইচ, মেহেদি হাসান সোমেন এবং আজিজুল হাকিম। তারা প্রতিযোগীদের অভিনয় দক্ষতা মূল্যায়ন করছেন।
এই শোয়ে সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া, তারা কাজী মিডিয়া–এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন।
আয়োজকদের মতে, শোটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে প্রতিযোগীরা একদিকে যেমন শিখবেন, তেমনি তাদের প্রেজেন্টেশন দক্ষতা বিচারকদের কাছ থেকে মূল্যায়িত হবে।
তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াথ রশিদ মিথিলার এর মতো গুণী অভিনয়শিল্পী ও নির্মাতারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সিনেমা ও মিডিয়া জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অডিশন, কর্মশালা ও বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রতিযোগীদের যাচাই–বাছাই করবেন।
দীপ্ত টিভি পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই রিয়েলিটি শো শুধুমাত্র অভিনয়ের দক্ষতা বাড়ানোর জন্যই নয়, বরং এটি প্রতিযোগীদের ক্যারিয়ার গড়ার পথও সুগম করবে।
দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতার জন্য প্রায় ৩ হাজার প্রতিযোগী ভিডিও ক্লিপ পাঠিয়েছিলেন, তাদের মধ্যে থেকে ৫০০ জনকে অডিশনের জন্য নির্বাচিত করা হয়েছে।