পাইরেসির মাধ্যমে অবৈধভাবে ওটিটি প্লাটফর্মে ভিডিও স্টিমিং করে অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনায় ওয়ানফ্লিক্সের চার হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই–ফ্রড ইনভেস্টিগেশন টিম।
সোমবার (৫ ফেব্রুয়ারি) আদাবর ও মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ওটিটি প্লাটফর্মে প্রবেশ করে সেখানে সম্প্রচারিত এক্সক্লুসিভ ওয়েব কনটেন্টসমূহ পাইরেসির মাধ্যমে স্ট্রিমিং করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন– সাদমান সাকিব, মো. এজাজ আহমেদ, মো. রাবিব হোসেন, রাহাত খান।
ডিএমপির সিটিটিসি’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই–ফ্রড ইনভেস্টিগেশন টিম। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন, দশটি সিম কার্ড উদ্ধার করা হয় ও তাদের ডোমেইন প্ল্যাটফর্ম সিজ করা হয়।
গ্রেফতার হওয়া প্রতারকচক্রটি গত ৬ মাসে প্রায় কোটির অধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপিএর সিটিটিসিএর সাইবার ইউনিটের এসপি নাজমুল ইসলাম বলেন, এটা একটি ডিজিটাল স্ক্যাম এবং অবৈধ স্ট্রিমিং ব্যবসা যার কোন নৈতিক ও আইনগত ভিত্তি নাই। ওয়ানফ্লিক্সসহ অন্যান্য সব অবৈধ স্ট্রিমিং ডোমেইনের বিরুদ্ধে আমাদের সাইবার ইউনিটের আইনগত অভিযান অব্যাহত থাকবে।
এজে / দীপ্ত সংবাদ