টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালে হারের কষ্ট এখনও দগদগে। আইসিসির যেকোনো ইভেন্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল ছিল এটি। এর মধ্যেই নতুন এক গুজবের শিকার হয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মিলার। তবে মিলার নিজেই এই খবরটি মিথ্যা বলে জানিয়েছেন।
এ গুজব কীভাবে ছড়িয়েছে এবং কারা ছড়িয়েছে, তা পরিষ্কার নয়। প্রথমে সামাজিক মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ে এবং পরে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ফলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিশ্বাস করতে শুরু করেন।
বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হারের পর মিলারকে কান্নারত অবস্থায় দেখা যায়। তার এই হতাশাজনক পরিস্থিতি দেখে অনেকে হয়তো ধারণা করেছেন যে তিনি অবসর নিতে যাচ্ছেন। তবে মিলার নিজেই সামাজিক মাধ্যমে জানান যে, এই খবরটি ভিত্তিহীন।
ইনস্টাগ্রামে মিলার লেখেন, “সামাজিক মাধ্যমে যে খবরটি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল। আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেইনি। প্রোটিয়াদের হয়ে খেলার জন্য আমি এখনও প্রস্তুত আছি। আমার সেরা সময় এখনো আসা বাকি।”
ফাইনাল ম্যাচে দলের শেষ আশা ছিলেন ডেভিড মিলার। ৩০ বলে ৩০ রানের সমীকরণ ক্রমেই কঠিন হয়ে উঠছিল। শেষ ওভারে মিলার যখন স্ট্রাইকে ছিলেন, তখন জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারির সীমানায় সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ হন মিলার। তার বিদায়ের পর দক্ষিণ আফ্রিকা ৭ রানে হেরে যায়।
মিলারের অবসরের গুজব ছড়ালেও সত্যটি হলো, তিনি এখনো প্রোটিয়া দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খেলার জন্য প্রস্তুত আছেন। তার চোখে এখনো বিজয়ের আশা জ্বলজ্বল করছে।