৩
আলাভেসকে ২–১ গোলে হারিয়ে লা লিগায় স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের ধাক্কা সামলে আলাভেসের মাঠে নামে আলোন্সোর শিষ্যরা।
ম্যাচের ২৪ মিনিটে বেলিংহ্যামের বাড়ানো নিখুঁত পাস থেকে দারুণ এক গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এটি ছিল এবারের লিগে তার ১৭তম গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬তম গোল। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সমতায় ফেরে আলাভেস। জয়ের জন্য মরিয়া রিয়ালের জয়সূচক গোলটি আসে ম্যাচের ৭৬ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। প্রায় ১১ মাস পর লা লিগায় গোলের দেখা পেলেন তিনি।