আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গুলশান–২–এ বিমসটেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।
তিনি বলেন, সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ব্যাংকক সফর নিশ্চিত হলেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক চূড়ান্ত হয়নি।
উল্লেখ্র, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট– বিমসটেক শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায়।
এসএ