বেনাপোল থেকে যাত্রী নিয়ে অবশেষে মোংলার দিকে ছুটছে ‘মোংলা কমিউটার’ নামে ট্রেন।
শনিবার (১ জুন) সকাল ১০টায় ৬৮৭ যাত্রী নিয়ে মোংলার উদ্দেশে যাত্রা শুরু করে কমিউটার ট্রেনটি।
বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। এছাড়া বাকি ৬ দিন এ রুটে একটি করে ট্রেন চলবে। খুলনা থেকে ভোর ৬টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। বেনাপোল থেকে ছেড়ে মোংলা পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ফুলতলা থেকে যাওয়ার পথে মোংলা কমিউটার মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাটি বাজার রেলস্টেশনে যাত্রা বিরতি দেবে। ট্রেনটিতে দ্বিতীয় আসন ব্যবস্থা থাকবে। ট্রেনের আসন সংখ্যা ৬৭৬টি। বেনাপোল থেকে মোংলা রেলপথে মাত্র ৮৫ টাকা ভাড়া নির্ধারণ হয়েছে।
তিনি আরও জানান, খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে ‘বেতনা এক্সপ্রেস’ নামে একটি লোকাল ট্রেন। সেই ট্রেনটি ফেরার পথে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে, তখন ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি ‘মোংলা কমিউটার’ নাম ধারণ করে চলবে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, এখনও খুলনা–মোংলা রুটের জন্য জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। আপাতত রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়।
এসএ/দীপ্ত সংবাদ