ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র অবশেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে তথ্যের অসংগতির অভিযোগে প্রাথমিক যাচাই–বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ন বাতিলের প্রেক্ষাপট গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় ঢাকা–৯ আসনের রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় কিছু তথ্যগত ত্রুটি পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। ওই তালিকায় থাকা কয়েকজন ভোটারের তথ্যের সাথে কমিশনের সার্ভারের তথ্যের অসংগতি থাকার কথা তখন জানানো হয়েছিল।
আপিল ও চূড়ান্ত সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন ডা. তাসনিম জারা। আপিল শুনানিতে তার আইনজীবীরা প্রয়োজনীয় তথ্য–প্রমাণ ও সঠিক নথিপত্র উপস্থাপন করেন। আজ শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়।
উল্লেখ্য, ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করলেও দল ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন।