সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছে এমভি জাহান মনি–৩।
মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়। এর আগে দুপুর ১২ টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি।
জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের উপ–ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বিষয়টি নিশ্চিত করেছে।
নাবিকদের সংবর্ধনা দিতে নানা ধরনের আয়োজন করেছে বন্দর কতৃপক্ষ। এছাড়া তাঁদের বরণে প্রস্তুতি নিয়েছে নৌবাহিনীও। এসময় নাবিকদের আত্মীয় স্বজনসহ সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন।বন্দরে পৌঁছার পর সেখানে উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকরা।
উল্লেখ্য, উন্মুক্ত জলসীমায় ঘণ্টায় সাড়ে ১১ নটিক্যাল মাইল গতিতে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার (১৩ মে) সন্ধ্যায় আগে কুতুবদিয়ায় নোঙর করে এমভি আব্দুল্লাহ। এর আগে শনিবার (১১ মে) দুপুরে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।
প্রসঙ্গত. গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা পরিবহন করে আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। ১৪ এপ্রিল ভোরে মুক্তিপণ পাওয়ার পর জলদস্যুমুক্ত হয় জাহাজটি।
এসএ/দীপ্ত সংবাদ