বিএনপি–জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ২০টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ নভেম্বর) রাত থেকে রবিবার (৬ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত এসব অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এছাড়া পুলিশের গাড়িতে কককেট নিক্ষেপসহ গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
জানা গেছে, রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন, ডেমরার মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনে এবং শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় দুটি বাসে আগুন, মিরপুর–৬ নম্বরে একটি বাসে আগুন, বনশ্রীর মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় একটি বাসে আগুন, মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের (চৈতালি) একটি বাসে আগুন, বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন , মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় সবশেষ শিকড় পরিবহনের বাসটিতে আগুন , পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন, কারওয়ান বাজারে একটি পিক–আপ ভ্যানে আগুন, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন, চট্টগ্রামে পতেঙ্গার ধুমপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন, নোয়াখালীর চাটখীলে পিকআপ ভ্যানে আগুন, হবিগঞ্জ চুনারুঘাটে উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন, খুলনার রূপসা উপজেলার তালিমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে আগুন, গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির অবরোধে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুনসহ সারা দেশে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ