বরিশালের স্বাভাবিকভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা অবরোধ। অবরোধের সমর্থনে বিএনপি নেতা কর্মীদের এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। অবরোধকে কেন্দ্র করে কোন ধরনের পিকেটিং কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি জেলায়।
তিন দিনব্যাপী বিএনপি‘র ঢাকা অবরোধের প্রথম দিনে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। ভোর ছটা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ।
নগরীর রুপাতলী বাস স্ট্যান্ড থেকে বিভাগের চার জেলার উদ্দেশ্যে নিয়মিত বিরতিতে ছেড়ে গেছে অভ্যন্তরীণ রুটের বাস তবে নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস । লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছ। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।
মর্তুজা জুয়েল/ আল/ দীপ্ত সংবাদ