শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

অপারেশন ‌ডেভিল হান্ট; সারা দেশে গ্রেপ্তার ৭৬৯ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে সবমিলিয়ে সারা দেশে গ্রেপ্তার হলেন ১ হাজার ৩৪১ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

এতে জানানো হয়, এ সময়ে একটি দেশীয় একনলা বন্দুক, দুইটি কার্তুজ, চারটি রামদা, দুইটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হামলার এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More