ফেনী থেকে অপহৃত সাবেক শিবির নেতা শাহরিয়ার কাওসার এমরানকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এমরানকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
এমরান ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া এলাকার সউদী প্রবাসী নুরুল আফছার এর ছেলে। সে পশ্চিম শিলুয়া ৭নং ওয়ার্ডের সাবেক শিবির সভাপতি ও ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র।
শাহরিয়ারের পিতা নুরুল আফছার জানান, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বন্ধু হাসানের ফোনে বাড়ি থেকে বের হয় শাহরিয়ার। এরপর সে বাড়ি না ফেরায় পরিবার–স্বজনরা দুশ্চিন্তায় রাত কাটায়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে একটি মোবাইল ফোন থেকে তাদের পারিবারিক মোবাইল নম্বরে ফোন করে সন্ত্রাসীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে বা চালাকি করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে।
শুক্রবার রাতেই মোবাইল ফোনে খবর পেয়ে তিনি কক্সবাজার ছুটে যান। সেখানে জেলা সদর হাসপাতালে ভর্তি অবস্থায় তার ছেলেকে পেয়ে শনিবার ফেনী নিয়ে আসেন। এর বেশি তিনি সাংবাদিকদের বলতে রাজি হননি। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ছাগলনাইয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন।
এ দিকে উদ্ধারের পর শাহরিয়ারকে শনিবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। জ্ঞান না ফেরায় ঘটনার রহস্য জানা যায়নি।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, এ ঘটনায় শাহরিয়ারের পিতা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করতে এসআই আক্তারকে দায়িত্ব দেয়া হয়েছে। অপহৃত শাহরিয়ারকে কক্সবাজার থেকে এনে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তির বিষয়টি তিনি শুনেছেন।
আবদুল্লাহ আল–মামুন/শায়লা/দীপ্ত নিউজ