নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়ির ভাগ এলাকা থেকে অপহরণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ আশিককে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার(১ সেপ্টেম্বর) সকালে একপ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব–৫।
নাটোর ক্যাম্পের কোম্পানি উপঅধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ আশিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিক নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ এলাকার মোঃ সুমনের ছেলে।
কোম্পানি উপঅধিনায়ক আরও জানান, এজাহারনামীয় পলাতক আসামি আশিক এই মামলার ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত। এ বিষয়ে ভিকটিমের অভিভাবক আসামি আশিকের পিতামাতাকে একাধিকবার জানালেও তারা কোন প্রকার কর্ণপাত করেনি। পরে চলতি বছরের ২৯ আগস্ট সকাল ৬টার দিকে ভিকটিম নলডাঙ্গা উপজেলার হলুদঘর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ীর সামনের রাস্তায় হাঁটাচলা করতে গেলে আসামি মোঃ আশিক অন্যান্য আসামিদের প্ররোচনায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে অজ্ঞাতনামা সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। ইতিপূর্বে ভিকটিম উদ্ধার হলেও ভোরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে নাটোরের নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সাহেদুল আলম/শায়লা/দীপ্ত নিউজ