অপকর্ম করে সরকার পতন ঘটানো যাবে না। বরং আগুন নিয়ে খেললে তাতে হাত পুড়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরুর জনসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি অভিযোগ করেন, অগ্নিসন্ত্রাসী ও দুর্নীতিবাজরা ভোট বানচালে মানুষ হত্যা করছে।
ছোটবোন শেখ রেহেনাকে সাথে নিয়ে ব্যক্তিগত গাড়িতে বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের মঞ্চে ওঠেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনী আচরণবিধি মেনেই সাদাকালো রঙের ব্যানারে সাজানো হয় মঞ্চ। বৃহত্তর সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণায় সভাস্থল ও আশপাশের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে ৪২ বছর পূর্বে সিলেটে প্রথম রাজনৈতিক জনসভার স্মৃতিচারণ করেন।
আওয়ামী লীগ সভাপতি জানান, গত ১৫ বছরে তাঁর সরকার সাফল্যের ধারাবাহিকতায় বদলে গেছে বৃহত্তর সিলেট।
আওয়ামী লীগ জনগণের সেবা করে আর বিএনপি মানুষকে পুড়িয়ে মারে, অভিযোগ করে শেখ হাসিনা নাশকতাকারীদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এরআগে সিলেট পৌঁছে হযরত শাহজালালের রওজায় যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে মাজারে নারীদের নির্ধারিত স্থানে প্রবেশ করেন তিনি। দোয়া মোনাজাতসহ ইবাদাতের নানা অনুষঙ্গ শেষ করে প্রায় ২০ মিনিট পর বের হন সরকার প্রধান।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে শেখ হাসিনা ট্রেনে অগ্নিসংযোগসহ বিএনপির সন্ত্রাসীদের কড়া সমালোচনা করেন। এরপরে হযরত শাহ পরাণের মাজারে নফল নামাজ শেষে সার্কিট হাউসে গিয়ে জনসভাস্থলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: বিকেলে ৫ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
আল/ দীপ্ত সংবাদ