বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার সদস্য শশী থারুর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন প্রবীণ এই রাজনীতিবিদ।
বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ দিনের ‘ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা তুলে ধরে শশী থারুর বলেন, ‘এই সম্পর্কের মৌলিক প্রতিশ্রুতি হচ্ছে, বাংলাদেশের জনগণের মঙ্গল; দ্বিতীয়ত বাংলাদেশ রাষ্ট্র ও এরপর কোনো বাংলাদেশি নেতা। আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি। আমরা ১৯৭১ সালে তাদের সাথে ছিলাম। এমনকি বাংলাদেশে যখন বন্ধুত্বপূর্ণ মনোভাবের সরকার ছিল না, তখনও আমরা আমাদের সম্পর্ককে সমানভাবে বজায় রাখতে পেরেছি। ভবিষ্যতেও এই সম্পর্কের কোনো অবনতি হওয়া উচিত নয়।’
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, ‘এটি নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ নয়। আমি মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। আমি মনে করি তাকে জামায়াতে ইসলামি বা পাকিস্তানি আইএসআই–এর ঘনিষ্ঠ হিসেবে না দেখে কিছুটা ওয়াশিংটনপন্থি হিসেবে দেখা উচিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ পরিচিত নন। কিন্তু মনে হচ্ছে না এরা কেউই ভারতের জন্য উদ্বেগের।’
আল/ দীপ্ত সংবাদ