কাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা ৩টায় ভুটানের মুখোমুখি হবে ভারত। একই মাঠে সন্ধ্যা সাতটায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। এবারও শিরোপা ঘরে তুলতে চান আফিদা খাতুনরা।
নতুন কোচ সাইফুল বারী টিটুর প্রথম বড় অ্যাসাইনমেন্ট। গোলাম রব্বানী ছোটনের রেখে যাওয়া সাফল্যের ধারাটা ধরে রাখতে মাঠে বেশ তৎপর তিনি।
ম্যাচের আগের দিন, অনুশীলনে খেলোয়াড়দের সাথে সাথে, স্টাফদেরও মনে করিয়ে দেন দায়িত্বের কথা। শিষ্যদের ঝালিয়ে নেওয়ার আগে অবশ্য জানিয়ে দিলেন, শিরোপা ধরে রাখার প্রত্যয়ের কথা।
অধিনায়কের কথাতেও কোচের প্রতিধ্বনি। প্রথম ম্যাচ থেকেই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলবেন তারা।
প্রতিপক্ষ নেপালের কোচ দাবি করেছেন, প্রস্তুতির যথেষ্ট সময় পায়নি তার দল। তবে অধিনায়কের আত্মবিশ্বাসের ঘাটতি নেই।
আরও পড়ুন: ভারতের নারী ফুটবল লিগে সানজিদার অভিষেক
এসএ/দীপ্ত নিউজ