আরও একটি বিজয়ের গল্প লিখল বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একমাত্র গোলে ভারতকে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে দারুণ এক উপভোগ্য ম্যাচের সাক্ষী হলো ফুটবল প্রেমিরা। যেখানে কমলাপুর স্টেডিয়ামে রাতের সবটুকু আলো কেড়ে নিয়েছে বাংলাদেশের তরুনীরা। ভুটানকে ১০ গোলে উড়িয়ে দেয়া ভারতকে ১–০ গোলে হারিয়ে, এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে নাম লিখিয়ে নিল আফিদা বাহিনী।
তবে, শুরুতে বাঘিনীদের উপর ভালোই চড়াও হয় ভারতের মেয়েরা। তবে টাইগ্রেস প্রাচীর প্রহরী স্বপ্না রানি ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। ভারতের আক্রমণের সামনে বাধার দেয়াল হয়ে ছিলেন তিনি।
আরও পড়ুন: নেপালকে ৩–১ গোলে হারিয়েছে বাংলাদেশ
বাংলাদেশের মেয়েদের গুছিয়ে উঠতে একটু সময় লেগেছিল। তবে বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
বিরতির পর পুরো সময় দাপট দেখিয়েছে বাংলার প্রমিলারা। ৮৭ মিনিটে দারুন এক সুযোগ পেয়ে যায় তারা। তবে মুনকির সেই শট ঠেকিয়ে দেন ভারতের প্রাচীরপ্রহরী।
অতিরিক্ত সময়ে ডেডলক ভাঙেন সাগরিকা। আফিদার লং শট থেকে বল পেয়ে ওয়ান টু ওয়ান পজিশনে বল জালে জড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল।
এসএ/দীপ্ত নিউজ