শনিবার, নভেম্বর ১, ২০২৫
শনিবার, নভেম্বর ১, ২০২৫

অনুষ্ঠিত হল জাতীয় দূরপাল্লা সাঁতারের ২১তম আসর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫শনিবার (০১ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করে, যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু রয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে নয় টায় নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয়। পুরুষ সাঁতারুদের প্রায় ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুদের প্রায় ৭কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম, ৪র্থ স্থান অর্জন করে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান ও ৫ম স্থান অর্জন করে নিকলী সুইমিং ক্লাব এর মোঃ ইমরান।

মহিলা বিভাগে প্রথম স্থান করে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৩য় স্থান অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর রুপা খাতুন, ৪র্থ স্থান, অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর সালমা খাতুন এবং ৫ম স্থান অর্জন করে গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহআলমাকসুস কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ; ফাতেমা তুল জান্নাত, জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার , মুন্সিগঞ্জ।

এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More