আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার।
সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মত বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার আয়োজন হতে যাচ্ছে। আয়োজকরা জানান, আমেরিকায় পণ্য রফতানির দ্বার উন্মোচিত হবে এর মাধ্যমে।
ইউএসএ–বাংলাদেশ বিজনেস লিংক, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স ও এফবিসিসিআই‘সহ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনে হতে যাচ্ছে এই ফেয়ার।
মেলায় যুক্তরাষ্ট্রের মূল ধারার ব্যবসায়ীরা অংশীজন হিসেবে থাকবেন। আয়োজকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক গড়ার মাধ্যম হতে পারে এই আয়োজন।
ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিউটিক্যালস, এগ্রো এ্যান্ড এগ্রো প্রসেসড প্রোডাক্টস, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিসেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতের উদ্যোগতারা এই ট্রেড ফেয়ারে অংশ নিচ্ছে।
এছাড়াও, দেশটিতে রফতানি বাড়াতে মেলায় অংশ নেবে দেশের রফতানী উন্নয়ন ব্যুরো।
এসএ/দীপ্ত নিউজ