বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ও গিটারগুরু প্রয়াত নিলয় দাশের স্মরণে ২২ সেপ্টেম্বর রংধনু ব্যান্ডের উদ্যোগে সন্ধ্যায় রাজধানীর আঁলিয়স ফ্রঁসেজ’র ক্যাফে লা ভেরান্দায় একটি ট্রিবিউট শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘আ ট্রিবিউট টু নিলয় দাশ বাই রংধনু’। মূলত নিলয় দাশের ৬২তম জন্মদিন (৩০ সেপ্টেম্বর) উপলক্ষে এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ফেরদৌস বাপ্পী।
এতে কেবল ব্যান্ড ‘রংধনু’র সদস্যরাই পারফর্ম করবেন। এর লাইনআপে রয়েছেন– মিজানউদ্দিন খান (ভোকাল), রেজাউল রাসেল (গিটার), রিফাত সৌরভ (গিটার), মনওয়ার বাবু (বেজ), ওয়াহিদুল মামুন অপু (কিবোর্ডস) ও আবির রায় (ড্রামস)। দেশের অনেক গুণী ব্যান্ড তারকার গিটার চর্চার শুরু নিলয় দাশের হাত ধরে। প্রজন্মের কাছে এই শিল্পীর বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা এ অনুষ্ঠানটি আয়োজন করছেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বরেন্য গুণী শিল্পী, সংগীতজ্ঞ সহ আরও অনেক বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে স্মৃতি স্মরন সহ নিলয় দাশের প্রতি সম্মান জানাতে রংধনু ব্যান্ড কিংবদন্তীএ শিল্পীর নন্দিত গানগুলো সাথে নিলয় দাশের পছন্দের শিল্পীদের কিছু ফরাসি,স্প্যানিশ ও ইংলিশ গানও পরিবেশন করবেন।
নিলয় দাশ উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ, নজরুল গবেষক, স্বরলিপিকার ও একুশে পদক প্রাপ্ত শিল্পী উস্তাদ সুধীন দাশ এবং সংগীত শিল্পী নিলীমা দাশের ১ম সন্তান ছিলেন। নিলয় দাশের জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৬১। ১১ই জানুয়ারী ২০০৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরন করেন।
কনসার্টটির টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। টিকিট পাওয়া যাবে আঁলিয়স ফ্রঁসেজ’র ধানমন্ডি ও গুলশান শাখায়।
এসএ/দীপ্ত নিউজ