অনুর্ধ্ব–১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ১০৮ রান।
শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ রানে আউট হন ওপেনার আদিল বিন সিদ্দিক।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশের যুবারা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় আসে। সুপার সিক্সে খেলা নিশ্চিত করতে এই ম্যাচেও জয়ের বিকল্প নেই টাইগার যুবাদের।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ একাদশ
আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোঃ শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মোঃ রাফি উজ্জামান রাফি, মোঃ ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা।
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯ একাদশ
প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ।
আরও পড়ুন: কাল সাকিবকে নিয়েই মাঠে নামবে রংপুর
এসএ/দীপ্ত নিউজ