নিয়মনীতির তোয়াক্কা না করে, ঢাকার সাভারে গড়ে ওঠেছে সিসা রিসাইক্লিংয়ের অনেক কারখানা। এগুলো থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া। যা মানুষের শ্বাসকষ্ট, হৃদরোগ ও ক্যানসারের মতো রোগের ঝুঁকি সৃষ্টি করছে বলে জানান জনস্বাস্থ্যবিদরা।
গাড়ির ব্যাটারিতে ব্যবহার হয় সিসা। ব্যাটারি অকেজো হয়ে পড়লে, এর মধ্যে থাকা সিসা, উচ্চ তাপে গলিয়ে তৈরি করা হয় নতুন বার। যা ব্যাটারি কারখানাসহ বিভিন্ন স্থানে বিক্রি হয়। সাভারের বাকুড্ডায় গড়ে উঠেছে সিসা রিসাইক্লিংয়ের অনেক কারখানা। স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা।
সরকারের অনুমোদন ছাড়াই চলছে এসব প্রতিষ্ঠান। সিসা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। শিশুরা বেশি ঝুঁকিতে থাকে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। অবৈধ এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন।
সিসা কারখানার ছাই বাতাসের সঙ্গে মিশে, তা জমিতে পড়ছে। এসব জমির ঘাস খেলে, পশু অসুস্থ হতে পারে বলে জানান প্রাণী বিশেষজ্ঞরা।