ফেনীতে অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের ইউ পিভিসিপাইপ উৎপাদন ও বাজারজাতের অপরাধে বিপিএল পিভিসি এন্ড স্যানিটারী নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়ীপুরে এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবল চাকমা নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছে।
মধ্যম চাড়ীপুরের বিপিএল পিভিসি এন্ড স্যানিটারী প্রতিষ্ঠানটিকে ইউ পিভিসি পাইপ পণ্যের জন্য বিএসটিআই হতে পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে ঝুঁকিপূর্ণ পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের ইউ পিভিসিপাইপ উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন–২০১৮ এর ৩১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রতিষ্ঠানটি মুচলেকা প্রদান করে– উৎপাদিত ইউপিভিসি পাইপ সমূহের মান বাংলাদেশ মানের সমপর্যায় নিশ্চিতকরণ পূর্বক ও বিএসটিআই হতে সিএম লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষ ইউপিভিসি পাইপ উৎপাদন করবেন। অন্যথায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা (সিএম) শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম, অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ