বিশ্বকাপে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। অধিনায়ক সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
আসরে উড়ন্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে ম্যাচ। কিন্তু মাঠে টাইগারদের উপস্থিতি দেখে বোঝার উপায় নেই, তারা কোনো চাপ অনুভব করছে। তবে ম্যাচের আগে অনুশীলনে এদিন সাকিব আল হাসানের দেখা মিলে নি। কোচ জানান, বিশ্বসেরা অলরাউন্ডার ম্যাচের দিন সকালে বোলিং অনুশীলন করবেন। তখনই তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উদ্বোধনী জুটি সফল না হলেও, এ নিয়ে কোচের তেমন মাথাব্যথা নেই। তানজিদ তামিমকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন দেখছেন তিনি।
এদিকে, স্বাগতিক ভারত ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছে। সংবাদ সম্মেলনে তাদের বোলিং কোচ জানালেন, সাকিবের খেলা বা না খেলা নিয়ে তাদের ভাবনা নেই।
এবারের আসরে বৃহস্পতিবারের ম্যাচ ছাড়াও বাংলাদেশের সামনে কমপক্ষে ৫টি ম্যাচ রয়েছে।
প্রতিপক্ষ নিয়ে কেউই মুখে বিশেষ উচ্ছ্বাস না দেখালেও, বাংলাদেশ–ভারত ম্যাচে উত্তেজনার পারদটা চড়েই থাকে। পুনের ছোট মাঠে রানবন্যার প্রত্যাশার সাথে সাথে ক্রমেই বাড়ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশাও। স্নায়ুর চাপকে ধরে রেখে সে লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে এগোনোই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।
আল/ দীপ্ত সংবাদ