ভারত–পাকিস্তান সীমান্তে চলমান সংঘাতের কারণে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে এমন সিদ্ধান্ত নেয়।
এর আগে, নিরাপত্তার কারণে বৃহস্পতিবার (৮ মে) মাঝ পথেই ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এরপর থেকে প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো?
অবশেষে সিদ্ধান্ত এলো শুক্রবার। শেষ পর্যন্ত, মাঝপথে স্থগিত হয়ে গেলো আইপিএল ১৮তম আসর।
এদিকে, ভারত–পাকিস্তান চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেয়া হয়েছে পিএসএল। পাকিস্তান সুপার লিগের বাকি ৮ ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত।
পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল–এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে–অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এসএ