আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, দলের সাধারণ সম্পাদক ও সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।
তারেক রহমান কেবল আমজনতার দলের একজন সংগঠকই নন—তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক সংগ্রামী ও সাহসী তরুণ নেতার প্রতীক। ২৪–এর গণঅভ্যুত্থান, ১৮–এর কোটা আন্দোলন, এবং রাষ্ট্রের নানা সংকটময় মুহূর্তে তিনি সর্বদা আন্দোলন–সংগ্রামের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যায়, দমন–পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর নির্ভীক অবস্থান তাঁকে তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বর্তমানে তিনি নির্বাচন কমিশনের প্রধান গেটে দলের নিবন্ধন দাবিতে আমরণ অন্বেষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়—বরং একটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন লাভ করা তাদের বৈধ অধিকার। অথচ, দীর্ঘদিন যাবৎ আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের অযৌক্তিক নীরবতা ও উদাসীনতা একটি দৃষ্টান্তহীন অবিচার হিসেবে দেখা দিচ্ছে।