বলিউডের হার্টথ্রব নায়ক রণবীর কাপুর। অনলাইন গেমিংকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন তিনি। রণবীর কাপুরের পর অনলাইন জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে ফেঁসে যাচ্ছেন শ্রদ্ধা কাপুরও।
শুক্রবার (৬ অক্টোবর) ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রণবীরকে। আর ইডির দফতের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শ্রদ্ধাকে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তালিকাতে আছেন ঋষিপুত্র।
রণবীর এতে অপারগতা প্রকাশ করেছেন। চেয়ে নিয়েছেন দুই সপ্তাহ সময়। তবে জানা গেছে শ্রদ্ধা নির্ধারিত দিনেই মুখোমুখি হবেন ইডির।
মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
উল্লেখ্য, সংশ্লিষ্ট ইস্যুতে আরও ১৪–১৫ জন বলিউড তারকা ইডির নজরে রয়েছে বলে খবর। খুব শিগগিরি তাঁদেরকেও তলব করা হবে বলে জানা গিয়েছে।
ইডির স্ক্যানারে রয়েছেন আরও ১৫–২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, ভাগ্যশ্রী, সানি লিওন, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরাত ভারুচার মতো অভিনেতারা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ