চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’। সম্প্রতি বড় আয়োজনে সংবাদ সম্মেলন করে সিনেমাটির টিজার প্রকাশ করেছেন এই তারকা। কিন্তু নিজের ফেসবুক অ্যাকাউন্টে টিজারটি শেয়ার করার পর যেন হা হা রিয়েক্টের বন্যা বয়ে গেছে।
গত বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রাকাশ করা হয় ‘কিল হিম’ ছবির টিজার। রবিবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেখা হয় ২৩ লাখের বেশি। মন্তব্য পড়ে ১২ হাজারের বেশি। এমনকি রিয়েকশন পড়ে এক লাখ ৭ হাজার।
টিজারটিতে রিয়েকশন দেয়াদের মধ্যে অর্ধেকেরই বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন, সেটা ৫৫ হাজারের বেশি! যদিও মন্তব্যকারীদের অনেকেই অনন্ত জলিলের প্রশংসা করেছেন। নতুন ছবির জন্য তাকে শুভকামনা জানিয়েছেন।
নেটিজেনদের এমন রিয়েকশনের কারণ হিসেবে অনেকে বলছেন নায়িকা বর্ষার ব্যক্তিগত মন্তব্য। সংবাদ সম্মেলনে অনন্তকে এ দেশের শাহরুখ বলে উল্লেখ করেন বর্ষা। এই মন্তব্যটি কেউ কেউ মিম বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
তবে এসব নিয়ে বিচলিত নন আলোচিত এই অভিনেতা। এরইমধ্যে অনন্ত একটি ভিডিও বার্তায় ‘কিল হিম’ টিজার যে কারও ফেসবুক কিংবা ইউটিউবে আপলোডের অনুমতি দিয়েছেন। কোনো ক্লেম হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
এমি/দীপ্ত