চলমান বিপিএলে দলীয় সর্বনিম্ন রানের সংগ্রহ দেখলো দর্শকরা। চিটাগং কিংসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮০ রানে গুটিয়ে যায় দুর্বার রাজশাহী। ফলে ঘরের মাঠ চট্টগ্রাম ১১১ রানের বড় জয় পায়। দিনের প্রথম ম্যাচে সিলেটকে ছয় রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পায় ঢাকা।
বিপিএলের মাঝপথে এসে অধিনায়ক পরিবর্তন করে দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়ের জায়গায় নেতৃত্ব দেন পেসার তাসকিন আহমেদ। তাতে ভাগ্য বদলায়নি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, চিটাগং কিংসের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় রাজশাহী। পতনটা শুরু দলীয় পাঁচরানে। স্কোর বোর্ডে বাকি ৭৫ রান তুলতেই শেষ ৯ উইকেট।
ইনজুরি আক্রান্ত হওয়ায় ব্যাট করেননি রাজশাহীর রায়ান বার্ল। চট্টগ্রামের শরীফুল ও নাঈম নেন দুটি করে উইকেট।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে, নাঈম ইসলামের ৫৬ ও গ্রাহাম ক্লার্কের ৪৫ রানে ভরে করে ৮ উইকেটে ১৯১ রান তোলে স্বাগতিকরা।
নিজেদের শহরে জয়হীন ঢাকা, সিলেট আর চট্টগ্রামে পেলো একটি করে জয়। তবে ইনিংসের শুরুটা ঢাকার জন্য ছিলো অস্বস্তিকর। দলীয় একশো রানেই হারায় চার ব্যাটার। পরে লিটন দাসের ৭০ রানে ভর করে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি পায় ক্যাপিটাল।
বড় লক্ষ্যের সামনে দলের ৩২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। রনি তালুকদার আর অ্যারন জোন্সের ৮০ রানের জুটিতে ম্যাচে ফেরে তারা। তবে শেষ ওভারে মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে ৬ রানের জয় পায় ঢাকা।
মোহাম্মদ হাসিব/এজে