২০১৭ সালের এপ্রিলে সাকিব আল হাসানকে টি–টোয়েন্টির দায়িত্ব দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। এর প্রায় ৭ বছর পর গত ফেব্রুয়ারিতে আগামী এক বছরের জন্য তিন ফরম্যাটের ঘোষণা করা হয় নাজমুল হোসেন শান্তকে।
তবে বাংলাদেশের অধিনায়ক হওয়ার পরে শান্ত যেন রান করতেই ভুলে গেছেন।
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে ৫৩ ও ওয়ানডের এক ইনিংসে করেছিলেন ১২২ রান। এরপরে হাসেনি আর শান্তর ব্যাট। নিজের নামের মতোই যেন তার ব্যাট শান্ত হয়ে গেছে! চলতি বিশ্বকাপে তিন ম্যাচ মিলিয়ে শান্তর রান ২২। শ্রীলঙ্কার বিপক্ষে ৭. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ ও গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ১ রান করে সাজঘরে ফিরেছেন।
দলের জন্য ব্যাট হাতে শান্ত বরাবরই শান্ত থাকছেন। এর আগের টি–টোয়েন্টি ম্যাচগুলোতেও জ্বলে উঠতে পারেননি।
আল / দীপ্ত সংবাদ