বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
অত্যাবশ্যকীয় ওষুধের টাস্কফোর্স গঠন নিয়ে হাইকোর্টের রুল

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন এবং ঔষধের যৌক্তিক মূল্য নির্ধারণের সুপারিশ প্রদানের উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত টাস্কফোর্স কেন অবৈধ, অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও আইনগত কর্তৃত্ব বহিভূর্ত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ২৪.০৭.২০২৫ তারিখের স্মারকের মাধ্যমে গঠিত ১৮ সদস্যবিশিষ্ট টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত না করায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩এর ধারা ১৩ এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে ক্যাবিনেট ডিভিশন কর্তৃক জারিকৃত ১০.১১.২০২৪ তারিখের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে কি না, সে বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে।

হাইকোর্ট আরও জানতে চেয়েছেন যে, উক্ত টাস্কফোর্সে সংশ্লিষ্ট সকল অংশীজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবাদীগনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ, অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট স্মারক ও তৎসংশ্লিষ্ট কার্যক্রমকে আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না।

এছাড়া, রুলে আরও জানতে চাওয়া হয়েছে কেন বিবাদীগনের প্রতি নির্দেশ প্রদান করা হবে না যে, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩এর ধারা ১৩ এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণপূর্বক উক্ত টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞসহ সকল অংশীজনকে অন্তর্ভুক্ত করতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত রুলের জবাব দাখিলের জন্য তিন সপ্তাহ সময় দিয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More