কোপা আমেরিকা ফাইনাল দেখার অপেক্ষার প্রহর গুনছে ফুটবল বিশ্ব। টানা দুইবারের চ্যাম্পিয়ান আর্জেন্টিনা সর্বমোট ১৫টি শিরোপা ঘরে তুলেছে। অন্যদিকে কলম্বিয়া মাত্র একবার শিরোপার স্বাদ পেয়েছে তাও আবার ২০০১ সালে নিজেদের ঘরের মাঠে।
তবে সম্প্রতিকালে কলম্বিয়া আছে ফর্মের তুঙ্গে। দীর্ঘ ২৮ ম্যাচে অপরাজিত আছে হামেস রদ্রিগেজের দল। ২৩ বছর পর ফাইনালে উঠলো দলটি।
মার্সেলো বিয়েলসার উরুগুয়ে দলটিকে বলা হচ্ছিল, এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা দল। ট্যাকটিক্সের কারণেই কি না উরুগুয়ের পক্ষে বাজি ধরেছিলেন অনেকেই। কিন্তু নেস্তোর লরেঞ্জোর দলটা যেন রীতিমতো অপ্রতিরোধ্য। সেমিতে উরুগুয়েকে ১–০ গোলে পরাজিত করে কলম্বিয়া।
ল্যাটিন আমেরিকার ফুটবলের সৌন্দর্য হারিয়েছে অনেক আগেই। শৈল্পিক ফুটবলের ছিটে ফোঁটাও পাওয়া যায় না বর্তমানে ল্যাটিন ফুটবলে। বর্তমানে শরীরী ফুটবল বেশ নজর কাড়ছে। সেমিফাইনালে উরুগুয়ে এবং কলম্বিয়ার ম্যাচে ৬ হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান রেফারি। অন্যদিকে ২৪টি ফাউল করে দুই দল।
বাংলাদেশ সময় আগামী সোমবার (১৪ জুলাই) কোপার ফাইনালে কলম্বিয়ার মুখমুখি হবে ১৫ বারের চ্যাম্পিয়ান আর্জেন্টিনা।
এর আগে ১৯৯১ সালে প্রথমবারের মতো দুই দল ফাইনালে মুখোমুখি হয়। আর সেই ফাইনালে ২–১ গোলে ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা। এই দিক থেকে দলটি এগিয়ে থাকবে। ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি এই কোপাতে সবচেয়ে আলোচনাতে ছিল উরুগুয়ে ও কলম্বিয়া। দুদলের সাম্প্রতিক রের্কড ছিল দুর্দান্ত।
সোমবার ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে অস্বস্তির দিক হচ্ছে মেসির বর্তমান ফর্ম।এবারের কোপাতে তেমন একটা ফর্মে নেই ফুটবলের জাদুকর। পাঁচ ম্যাচের মধ্যে খেলেছেন চারটি গোল করেছেন একটি পাশাপাশি একটি এসিস্ট করেছেন। তবে মেসির খারাপ খেলা আর্জেন্টিনা দলের ওপর তেমন কোন প্রভাব পড়েনি। দলের ত্রাণকর্তা হয়ে বারবার উদিত হন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। আতন্দ্র প্রহরীর মতো আর্জেন্টিনার গোলবার সব সময় সামলে রাখেন। রক্ষণবাগও বেশ শক্তিশালী দলটির। তবে দলটির সবচেয়ে বড় শক্তির জায়গা হলো স্ট্রাইকারদের ফর্মে ফেরা। এখন পর্যন্ত এই কোপার সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়রা আর্জেন্টিনার তারকা লাওতারো মার্তিনেজ।
তবে এবারের কোপা আমেরিকার লড়াইটা বেশ জমবে এমনটাই মনে করছে ফুটবল ফ্যানরা।
ইমরান হাসান/এজে/দীপ্ত সংবাদ