রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেস না কাটতেই নিউমার্কেটে আগুন। ঈদের আগেই কেন বারবার অগ্নিকান্ডের ঘটনা ঘটছে এ বিষয়ে গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেটে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এ আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা বা নাশকতা কিনা জানতে চাইলে ডিজি বলেন, আমি আইন–শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন আইন–শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব এ বিষয়টি খতিয়ে দেখার জন্য। কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
তিনি বলেন, উৎসুক জনতা ভিড় করে আগুন নিয়ন্ত্রণ কাজকে ব্যাহত করছেন। আমি আহ্বান জানাবো শুধু এখানকার আগুন নয়, যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তবে আমাদের কাজ আরও সহজ হবে।
তিনি প্রতিটি স্তরে যেমন– মার্কেট কমিটি, দোকানদার সমিতি এবং প্রতিটি দোকানির সচেতন থাকতে বলেছেন।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আমরা প্রতিটি মার্কেটে যাচ্ছি, মহড়া করছি, নোটিশ দিচ্ছি, সতর্ক করছি। তারপরেএ আগুন এড়ানো যাচ্ছে না। আমরা কেন সতর্ক না। সতর্ক হলে অগ্নি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
ডিজি আরও বলেন, আগুন কেন লেগেছে তা আমরা এখনো জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি কিন্তু নির্বাপণ করতে পারিনি। সেটি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সময় লাগবে।
অনু/দীপ্ত সংবাদ