দেশের ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে ক্রিকেট বোর্ড নির্বাচন। কবে হবে নির্বাচন, এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই। অবশেষে মিলেছে সেই উত্তর, অক্টোবর প্রথম সপ্তাহেই হবে বিসিবি নির্বাচন।
সংবাদমাধ্যম‘কে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি পরিচালক।
সপ্তাহখানেক পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসর। তার আগে নিজেদের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত মিশনে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।
তবে এ ম্যাচ ছাঁপিয়ে সিলেটে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবিরসভা। বোর্ড সভা থেকে কি কি সিদ্ধান্ত আসে, ক্রিকেটপ্রেমীদের নজর সেদিকেই।
রাজধানীর বাইরে এবারই প্রথম সিলেটে বসেছে বোর্ড সভা। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে দুপুর ২টায় শুরু হয় এই সভা। বিসিবি নির্বাচন, ঢাকা লিগ ও বিপিএল ফিক্সিং–কাণ্ড নিয়ে তদন্ত কমিটি রিপোর্ট– সভায় এসব বিষয়–ই আজ আলোচনার কেন্দ্রবিন্দু।
বিসিবি সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটি মেয়াদ তার প্রথম সভা থেকে ৪ বছর। সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নব নির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় ৭ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।
এসএ