বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

অক্টোবরে ৫৩২ দুর্ঘটনায় নিহত ৫২৮

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত অক্টোবর মাসে সারাদেশে ৫৩২টি সড়ক, ট্রেন ও নৌ দুর্ঘটনায় ৫২৮ জন নিহত এবং ১ হাজার ৩১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (১২ নভেম্বর) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর মনিটরিং করে এই প্রতিবেদন প্রস্তুত করেছে সংগঠনটি।

প্রতিবেদনের তথ্যমতে, কেবল সড়কপথেই ৪৬৯টি দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত ও ১ হাজার ২৮০ জন আহত হয়েছেন। নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫২৮ জন।

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত এবং ৩৪৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, ২০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে মোট ৭৭২টি দুর্ঘটনাকবলিত যানবাহনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ২৫ দশমিক ৯০ শতাংশ। এরপর ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি ২১ দশমিক ২৪ শতাংশ, বাস ১৬ দশমিক ০৬ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১২ দশমিক ৮০ শতাংশ, সিএনজিচালিত অটোরিকশা ৪ দশমিক ২৭ শতাংশ, নছিমন, করিমন, মাহিন্দ্রা, ট্রাক্টর ও লেগুনা ৮ দশমিক ৪১ শতাংশ এবং কার, জিপ ও মাইক্রোবাস ৪ দশমিক ৭৯ শতাংশ।

সংঘটিত দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৪৯ দশমিক ৮৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে গাড়ি চাপায়, ২৫ দশমিক ১৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষে, ১৯ দশমিক ৬১ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায়, ৪ দশমিক ৬৯ শতাংশ বিবিধ কারণে এবং ০ দশমিক ৬৩ শতাংশ ট্রেনযানবাহনের সংঘর্ষে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন চারজন পুলিশ সদস্য, একজন র‍্যাব সদস্য, একজন বিজিবি সদস্য, একজন আইনজীবী, তিনজন প্রকৌশলী, ১৩৩ জন পরিবহন চালক, ৯৯ জন পথচারী, ৫৮ জন নারী, ৩৫ জন শিশু, ৩৫ জন শিক্ষার্থী, ১৪ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষক ও ১৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। আহতদের মধ্যেও রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ সদস্য, ১৩৯ জন চালক, ১১৯ জন পথচারী, ২৭ জন পরিবহন শ্রমিক, ৩৮ জন শিক্ষার্থী, ১৪ জন শিক্ষক, ৯৭ জন নারী, ৪০ জন শিশু, দুইজন সাংবাদিক, তিনজন প্রকৌশলী ও ১৮ জন রাজনৈতিক নেতাকর্মী।

সড়কের ধরন অনুযায়ী বিশ্লেষণে দেখা যায়, অক্টোবর মাসে সংঘটিত দুর্ঘটনার ৪২ দশমিক ৪৩ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে, ২৩ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৭ দশমিক ২৯ শতাংশ ফিডার রোডে। এছাড়া ৪ দশমিক ৬৯ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা মহানগরে, ১ দশমিক ২৭ শতাংশ চট্টগ্রাম মহানগরে এবং ০ দশমিক ৬৩ শতাংশ রেলক্রসিং এলাকায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More