৭
প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে টাঙ্গাইলের বেতর এলাকায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।
এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দলের চেষ্টায় দুপুর ২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইল রেল স্টেশনের মাস্টার জানান, ঢাকা থেকে উদ্ধারকারী দল গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করে। বিকল হওয়া বগিটি টাঙ্গাইল স্টেশনে রাখা হলেও ট্রেনের বাকি অংশ অন্য একটি ইঞ্জিন দিয়ে ঢাকায় পাঠানো হয়।
এসএ/দীপ্ত নিউজ