এ যেন এক বাজপাখির জীবনযুদ্ধ। দীর্ঘ ৮ ঘণ্টা পর রাজধানীর এফডিসির একটি গাছে ঝুলে থাকা মুমূর্ষু পাখিটিকে উদ্ধার করেছে বিদ্যুৎ বিভাগ। অথচ বারবার অনুরোধের পরও এগিয়ে আসেনি ফায়ার সার্ভিস।
রবিবার (৩০ জুন) রাত পৌনে আটটার দিকে বাজপাখিটি বন্দীদশা থেকে মুক্তি পায়।
দুপুর ১২টার পর থেকে পায়ে দড়ি পেঁচিয়ে বাজপাখিটি ঝুলে ছিল একটি সুউচ্চ গাছে। মাঝেমধ্যেই শরীরের সবশক্তি দিয়ে পাখিটি পাখার ঝাপটায় মুক্তির চেষ্টা চালিয়েছে। কিন্তু কিছুতেই মিলছিল না মুক্তি।
বাজপাখিটি গাছের ডালে আটকে পড়ার দৃশ্য চোখে পড়ার পর জরুরি হেল্পলাইন ট্রিপল নাইনে ফোন দেন দীপ্ত টেলিভিশনের বার্তা বিভাগের দুজন সংবাদকর্মী। কিন্তু তাতেও সহযোগিতায় এগিয়ে আসেনি ফায়ার সার্ভিস। তবে খবর পেয়েই ছুটে আসেন বন বিভাগের উদ্ধারকর্মী ও প্রকৃতিপ্রেমিরা। শুরু হয় উদ্ধার তৎপরতা।
সন্ধ্যার পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা মই দিয়ে উদ্ধারকাজ শুরু করেন। রাত পৌনে আটটার দিকে বাজপাখিটি বন্দীদশা থেকে মুক্তি পেয়ে উড়ে গিয়ে একটি নারিকেল গাছে আশ্রয় নেয়। পরে নারিকেল গাছ থেকে ডিপিডিসির কর্মী নাইম পাখিটিকে উদ্ধার করেন।
চিকিৎসার জন্য বন বিভাগের কাছে বাজপাখিটি হস্তান্তর করেন প্রকৃতিপ্রেমিরা। তারা বলছেন, সবার চেষ্টায় একটি পাখিকে জীবিত উদ্ধার করা গেছে।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে পাখিটিকে উদ্ধার করতে পেরে আনন্দিত উদ্ধার কাজে অংশ নেয়া সবাই। কারণ প্রতিটি প্রাণই মহামূল্যবান।
এসএ/দীপ্ত সংবাদ