সুদানে যুদ্ধরত সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (২০ মে) সৌদি আরবের জেদ্দায় এক আলোচনাসভার পর এই চুক্তিতে স্বাক্ষর করে উভয়পক্ষ।
সোমবার সুদানের স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটের পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ওয়াশিংটন ও রিয়াদের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর আল–জাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, এর আগে বহুবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘিত হয়েছে। তবে এবারের চুক্তি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জারি করা হয়েছে।
চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিঙ্কেন বলেন, ‘এখন বন্দুক নামিয়ে নিয়ে মানবতা দেখানোর সময়। আমি উভয়পক্ষকে এই চুক্তি বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।’
সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের লাড়াই পুরো দেশকে বিশৃঙ্খল করে তুলেছে। সময় গড়ার সঙ্গে সঙ্গে খাবার, টাকা ও নিত্যপ্রযোজনীয় দ্রব্যাদির পরিমাণ নিয়মিতই কমে আসছে। এ ছাড়া এই সংঘাতের মধ্যেই দেশটির ব্যাংক, অ্যাম্বাসি এমনকি চার্চেও ব্যাপক লুটপাট শুরু হয়েছে।
এফএম/দীপ্ত নিউজ