১৯
রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য বিশ্ব ব্যাংক ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কানট্রি ডিরেক্টর আব দৌলায়ে সেকের সঙ্গে বৈঠকে এই সহায়তার বিষয়ে তিনি আশ্বস্ত হয়েছেন।
সহায়তার অর্থের মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য অনুদান থাকবে। আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ঋণ হিসেবে প্রদান করা হবে।
আল / দীপ্ত সংবাদ