মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
ছয় মাস বন্দী থাকার পর রবিবার (১৮ ফেব্রুয়ারি) সেখানকার একটি হাসপাতাল থেকে মুক্তি পান ৭৪ বছর বয়সী সাবেক থাই প্রধানমন্ত্রী।
এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিন বলেন ‘দেশের আইন অনুসারে, আগামী ১৮ ফেব্রুয়ারি থাকসিন সিনাওয়াত্রাকে মুক্তি দেয়া হবে।
প্রসঙ্গত, বিদেশে ১৫ বছর স্বেচ্ছা–নির্বাসনে থাকার পর ২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। এরপরপই তাকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়। এর মাত্র ছয় মাস পরেই মুক্তি পেলেন তিনি।
আরও পড়ুন: ভােটে কারচুপি, বােমা ফাটালেন কমিশনার
উল্লেখ্য, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর ‘দুর্নীতির’ দায়ে দায়েকৃত মামলায় কারাগারে যাওয়া এড়াতে থাকসিন দেশত্যাগ করেন।এরপর থেকেই দেশের বাইরে স্বেচ্ছা–নির্বাসনে ছিলেন এই থাই নেতা।
এসএ/দীপ্ত নিউজ