ফেনীর সোনাগাজীর বক্তার মুন্সি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা শাখা শিবিরের সভাপতি মো. ওসমান গনি সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তার মুন্সি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা গেটে শিক্ষার্থী ও মঙ্গলকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে এলাকার স্থানীয়, রাজনৈতিক, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।
নিখোঁজ ওসমান গণি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল আনসারের ছোট ছেলে। তিনি বক্তার মুন্সি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্রশিবিরের ওই মাদ্রাসা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মানববন্ধনে ওসমান গণির মা সুলতানা রাজিয়া বলেন, আমার ছোট ছেলেকে আপনারা এনে দেন। আমি আমার ছেলের মুখটা দেখতে চাই।
বাবা আবুল আনসার বলেন, আমার ছেলে ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় নিখোঁজ হন। ৫ দিনেও তাকে খুঁজে না পাওয়ায় আমরা হতাশ। আমরা তার সন্ধান চাই। আমি আমার ছেলেকে জীবিত অবস্থায় একবার দেখতে চাই।
বক্তার মুন্সি ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম ফারুকী বলেন, প্রায় ৫ দিন যাবত ওসমান গণি নামে আমাদের মাদ্রাসার একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৬ এপ্রিল বাড়ি থেকে মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হন। তাকে জীবিত এবং সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ওসমান গণি নিখোঁজ হওয়ার ঘটনার একটি সাধারণ ডায়েরি পেয়েছি। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
মানববন্ধনে নিখোঁজ ছাত্রের বড় ভাই এমরান হোসেন, সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম, সাবেক মাদ্রাসা গভর্নিং বডির সদস্য বেলায়েত হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম ফারুকী, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আইয়ুব, সমাজসেবক রিদওয়ান আহমাদ আরিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আকবর হোসাইন, সহপাঠী সারওয়ার জামিল বাপ্পি, মো. সাব্বির, শহীদুল ইসলাম শিবলু প্রমুখ বক্তব্য রাখেন।
মামুন/ইএ/দীপ্ত নিউজ