চার পর্বে মোট ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
রবিবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। চতুর্থ ধাপে আরও ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে।
তাদের মধ্যে ৩ জন সাহিত্যিক, একজন বিজ্ঞানী, একজন চিত্রশিল্পী, ৫৪ জন শিক্ষক, ৪ জন আইনজীবী, ১৩ জন চিকিৎসক, ৩ জন প্রকৌশলী, ৮ জন সরকারি ও বেসরকারি কর্মচারী, ৯ জন রাজনীতিক, ১৩ জন সমাজসেবী রয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে
জানা গেছে, উপকমিটির মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই–বাছাই হয়। এরপর সুপারিশের জন্য জাতীয় কমিটির কাছে পেশ করা হয়। জাতীয় কমিটি চূড়ান্তভাবে যাচাই–বাছাই ও বিশ্লেষণ করে তালিকা অনুমোদন করার পর গেজেট জারি করা হয়।
জাতীয় কমিটি চার পর্বে মোট ১৭টি পেশার শহীদ বুদ্ধিজীবীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ১৪টি ক্যাটাগরি থেকে ৫৬০ জনের নাম প্রকাশ করা হয়।
সুপ্তি/ দীপ্ত সংবাদ