ফুটবল ইতিহাসে ট্রফি জয়ের দিক থেকে শীর্ষচূড়ায় অবস্থান করছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে মোট ৪৬টি শিরোপা। ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য রেকর্ড গড়া এই মহাতারকা এবার আরও একটি ট্রফি জয়ের খুব কাছাকাছি অবস্থান করছেন।
বর্তমানে ইন্টার মায়ামি জার্সিতে খেলছেন মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলটি এখন লিগস কাপের ফাইনালে পৌঁছেছে। মেসির দুই গোলে ভর করে অরলান্ডো সিটির বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে দলটি।
আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এ ম্যাচ জিততে পারলে মেসির ক্যারিয়ারে যুক্ত হবে ৪৭তম ট্রফি। যা তাকে আরও একবার ফুটবল ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায় নিয়ে যাবে।
লিওনেল মেসি সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন বার্সেলোনার হয়ে। যেখানে ১০টি লা লিগা ট্রফির সাথে মোট ৩৫টি শিরোপা রয়েছে এই মহা তারকার ঝুলিতে। এছাড়াও প্যারিস সেইন্ট জার্মেইন এর হয়ে তিনটি ট্রফি অর্জন করেছেন মেসি।
মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে ট্রফির সংখ্যা ৩৪।
এক নজরে মেসির অর্জিত ৪৬টি শিরোপা:
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে-
১টি বিশ্বকাপ
২টি কোপা আমেরিকা
১টি ফিনালেসিমা
১টি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
১টি অলেম্পিক গোল্ড
বার্সেলোনার হয়ে-
১০টি লা লিগা
৭টি কোপা দেল রে
৮টি সুপারকোপা
৪টি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ
৩টি ক্লাব বিশ্বকাপ
৩টি ইউএফা সুপার কাপ
পিএসজির হয়ে-
২টি লিগ এক
১টি ট্রফি দে চ্যাম্পিয়ন
ইন্টার মায়ামির হয়ে-
১ লীগস কাপ
১ সাপোর্টারস শিল্ড