উচ্চকক্ষ গঠনের বিষয়ে আগামী দু–তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ–সভাপতি ড. আলী রীয়াজ।
রবিবার (২০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের শুরুতেই তিনি এ তথ্য জানান।
ড. আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষ গঠনের বিষয়ে আগামী দু–তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে।”
তিনি জানান, রাজনৈতিক সংস্কারের প্রস্তাবনা চূড়ান্ত করতে কমিশন নির্ধারিত সময়সীমা ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য সৃষ্টি হয়েছে।
কমিশনের সহ–সভাপতি আরও জানান, আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও একজন ব্যক্তির একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিধান নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আলী রীয়াজ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামিসহ চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। কমিশনের নিজস্ব প্রস্তাবসহ সেগুলোর ওপর আলোচনা চলবে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে আজই সবাই একমতে পৌঁছাতে পারবে।”
রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ‘ঐকমত্য কমিশন’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর মতামত ও পরামর্শ নিয়ে একটি যুগোপযোগী ও সর্বজনগ্রাহ্য সংস্কার সনদ প্রস্তুত করছে কমিশন।