জামালপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নদ–নদীর পানি আবারও বাড়ছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে আছেন অনেক মানুষ। তবে, কুড়িগ্রামে কিছুটা উন্নতি হচ্ছে পরিস্থিতি ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ সব নদ–নদীর পানি বাড়ায়, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ির নিচু এলকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন ২২টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ।
এদিকে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তার পানি ধীর গতিতে কমছে। তবে, বানবাসীর দুর্ভোগ লাঘব হয়নি। কাঁচা–পাকা সড়ক ডুবে যাওয়ায়, স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা।
টাঙ্গাইলে কয়েকটি নদ–নদী বিপৎসীমার উপর দিয়ে বইছে। ভুঞাপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামে আজ ভোর থেকে যমুনার পানি প্রবেশ করছে। পাশাপাশি গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলায় ব্রহ্মপুত্র ও যমুনা–তীরবর্তী নিচু এলাকা ও চরে পানি ঢুকছে।
উওরবঙ্গের প্রবেশপথ সিরাজগঞ্জে যমুনা বিপৎসীমার ওপর দিয়ে বইছে। মানিকগঞ্জেও যমুনার পানি বেড়েছে।
এসএ/দীপ্ত নিউজ