চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগার ৩৬তম শিরোপা নিশ্চিত হলো রিয়াল মাদ্রিদের। ক্যাডিজকে ৩–০ গোলে হারানোর পর জিরোনার কাছে বার্সার হারে নিশ্চিত হয় রিয়ালের শিরোপা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, একাদশে দশ পরিবর্তন নিয়ে দ্বিতীয় সারির দল মাঠে নামায় রিয়াল মাদ্রিদ। এক তরফা দাপটের পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। অবশ্য চোট সেরে মৌসুমে প্রথমবার মাঠে নামা থিবো কর্তোয়ার দৃঢ়তায় গোল হজমও করেনি তারা।
৫১ মিনিটে ব্রাহিম ডিয়াজের দুর্দান্ত গোলে প্রথম এগিয়ে যায় রিয়াল। ৬৮ মিনিটে জুড বেলিংহ্যাম আর যোগ হওয়া সময়ে হোসেলুর গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। কিছু সময় পরই দিনের অন্যম্যাচে, জিরোনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা।
প্রথমার্ধে ২–১ গোলে এগিয়ে থাকলেও পরে ৪–২ গোলে হেরে যাওয়ায় শিরোপাদৌড় থেকে ছিটকে পড়ে তারা। তাতেই ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট পাওয়া রিয়ালের শিরোপা নিশ্চিত হয়।
মামুন / আল / দীপ্ত সংবাদ