বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি কার্যালয়ে ৩২ ঘণ্টার অনশনে ছিলেন বলে জানিয়েছেন আইনজীবী মানজুর আল মতিন।
বৃহস্পতিবার (১ আগস্ট) আইনজীবী মানজুর তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে মানজুর আল মতিন লিখেন, ডিবি হেফাজতে বন্দি ৬ সমন্বয়ক গত ৩২ ঘণ্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি! কত ভুল ভাবতাম রে! তোরাই তো একেকটা নজরুল! ৩৯ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন! তোরা তো অগুনতি নজরুল! কে ঠেকায় তোদের! “উহারা ক‘জন, তোরা অগণন! সকল শক্তিধারী!”
আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা ডিবি কার্যালয়ে সমন্বয়কদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সোমবার (২৯ জুলাই) হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি আজ থাকলেও তা হচ্ছে না। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসবেন না।
গত ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর ছয় সমন্বয়ক।
সুপ্তি/ দীপ্ত সংবাদ