মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

৩০০ কোটির ক্লাবে ‘দৃশ্যম টু’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দৃশ্যম’র দ্বিতীয় কিস্তিও প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। মুক্তির এক মাস পূর্ণ না হতেই হিন্দি রিমেকটি পার করেছে ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক।

এরই মধ্যে অজয় দেবগন অভিনীত সিনেমাটি ‘সুপারহিট’র তাকমা পেয়েছে। বছরের তৃতীয় বলিউড ছবি হিসাবে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে অভিষেক পাঠক পরিচালিত থ্রিলারটি।

দৃশ্যম টু

হিন্দি সিনেমার এক বাণিজ্যিক বিশ্লেষক জানান, এখন পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে ‘দৃশ্যম টু’এর গ্রস আয় ৩০৩ কোটি রুপি। ফলে ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১), ‘দ্য কাশ্মীর ফাইলস’ (৩৪১)-এর পর বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি হচ্ছে এটি ।

দৃশ্যম টু’এর হিন্দি রিমেকে অজয় দেবগনের পাশাপাশি অভনয় করেছেন টাবু, অক্ষয় খান্না, শ্রিয়া সরন, তব্বুক, রজত কপুরসহ অনেকে।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মোহনলাল অভিনীত মালায়ালাম ভাষার ‘দৃশ্যম ২’। গত ১৮ নভেম্বর মুক্তি পায় এর হিন্দি ভার্সন। দুইটির প্রেক্ষাপট কমবেশি একই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More