দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
সোমবার (০৩ এপ্রিল) নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশন (ইসি) সচিব জানান, ইভিএম কেনা ও মেরামতের টাকা না পাওয়া এবং ইভিএমের ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত না থাকায় ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন।
আগামী ২৫ মে গাজীপুর সিটি, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি সিটি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি থাকবে বলেও জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপর ৪ কমিশনার উপস্থিত ছিলেন।
এসময় ৫ সিটি করপোরেশন নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।
আফ/দীপ্ত সংবাদ