ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ইউরোপা লিগের নকআউট রাউন্ড প্লে–অফে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হয়েছে বার্সা। মার্চের আগেই ইউরোপের মঞ্চ থেকে বিদায় নেওয়ার অভিজ্ঞতাটা অনেক বছর পর হলো দলটির। সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে বার্সা।
২৫ বছর পর এমন অভিজ্ঞতা হলো বার্সার। ইউরোপের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতার শেষ ষোলোতেও উঠতে পারল না।
তবে এবার না হলেও আগামী মৌসুম নিয়ে আশাবাদী বার্সার কোচ জাভি হার্নান্দেজ।
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এরপরই ধীরে ধীরে পতনের মুখে পড়ে ক্লাবটি। পরের বছর শেষ ষোলো ফিরতি লেগে পিএসজির কাছে ঘরের মাঠে হারে ৪-১ গোলে।
এই মৌসুমে অক্টোবরের পর প্রথম হারল জাভির দল। এর মধ্য দিয়ে ১৮ ম্যাচের অপরাজিত-যাত্রায় ছেদ পড়ল। ইউনাইটেডের মাঠে হারের অন্যতম কারণ হিসেবে গাভি ও পেদ্রির অনুপস্থিতিকে দেখছেন জাভি। এই দুই তরুণ না থাকায় মাঝমাঠে বার্সা ভালো খেলতে পারেনি বলে মনে করেন দলটির কোচ। নিষেধাজ্ঞার কারণে গাভি এবং চোটের কারণে পেদ্রি ম্যাচটি খেলতে পারেননি।
এফএস/দীপ্ত